eaibanglai
Homeএই বাংলায়এক পায়ে তারকেশ্বর ধাম যাত্রা

এক পায়ে তারকেশ্বর ধাম যাত্রা

সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বরঃ- আমাদের সনাতন ধর্মের মধ্যেই রয়েছে এক চরম সত্য কথা ‘ভক্তি হে শক্তি হে’। অর্থাৎ ভক্তের ভক্তির মধ্যেই রয়েছে চূড়ান্ত শক্তি, আর সেই শক্তিতে ভর করেই গোবরডাঙার বছর ২২ এর যুবক সৌমিক গোলদার এক পায়ে ভর দিয়ে ছুটে গেলেন শ্রাবণ মাসে বাবার ধাম তারকেশ্বরে। ৩১ লিটার জল বাঁকে নিয়ে ১০০ কিঃমিঃ পথ পাড়ি দিয়েছেন তিনি। গোবরডাঙার বাবু পাড়ার বাসিন্দা সৌমিক গোলদারের যাত্রা পথে তিনজন বন্ধু তার সহায় হলেও তার মনের জোর দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সকলে। তারকেশ্বরের পথে বাঁক কাঁধে আর তার মুখে বোম বোম তারকবোম ধ্বনি শুনে চমকে পিছু ফিরে তাকাচ্ছেন সকলে আর তার মনের জোর দেখে অনেকেই বলেছেন যে, সুস্থ সবল মানুষ যেখানে এতটা সাহস করে না। সেখানে এক পা নিয়ে সৌমিক যে কান্ড ঘটিয়েছে তা সত্যিই কুর্নিশ জানানোর বিষয়। আর সৌমিককে জিজ্ঞেস করলে তিনি বলেন ইচ্ছে থাকলেই উপায় হয়। আর আমাদের সনাতন ধর্মে তো বলাই আছে ভক্তি হে শক্তি হে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments