সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বরঃ- শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ ১২ ই আগস্ট তারকেশ্বরে উদ্বোধন হলো শ্রাবণী সংগ্রহালয়ের। এইদিন মাননীয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়া উদ্বোধন করেন এই শ্রাবণী সংগ্রহালয়ের। তারকেশ্বর নটরাজ ট্যুরিজম প্রপার্টি বা নতুন ট্যুরিস্ট লজ প্রাঙ্গনে গেলেই এই সংগ্রহালয় দেখা যাবে,আগামী ১৯.০৮.২০২৪ তারিখ পর্যন্ত এটি থাকবে।কী আছে এই সংগ্রহালয়ের ভিতরে?
তারকেশ্বরের ইতিহাস ও সংস্কৃতিকে সহজ সরল ভাষায় ও আকর্ষনীয়ভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে। এই সংগ্রহশালায় সিঙ্গুরের ডাকাত কালী মন্দির থেকে শুরু করে লোকনাথ মন্দির,বৈদ্যনাথের মহিমা, তারকেশ্বরে শ্রী মা সারদা দেবীর হত্যে দিয়ে পড়ে থাকার কাহিনী লিপিবদ্ধ আছে চিত্তাকর্ষক ভাবে। প্রচুর মানুষ তাই এই সংগ্রহশালা দেখতে ভিড় করছেন।