eaibanglai
Homeএই বাংলায়প্যান্ডেল থেকে প্রতিমাতে নজর কাড়ছে তারকেশ্বরের দুরন্ত সংঘ!

প্যান্ডেল থেকে প্রতিমাতে নজর কাড়ছে তারকেশ্বরের দুরন্ত সংঘ!

সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বর:- মন্ডপ দেখতে গিয়ে মনে হচ্ছে যেন দুর্গেশগড়ের গুপ্তধন দেখতে এসেছি। প্রবেশ মুখটা বজরংবলী আর ভেতরে রয়েছেন, দেবী দুর্গা তাঁর সামনে হাঁটু গেড়ে বসে মহিষাসুর… তারকেশ্বরের দুরন্ত সংঘ এবারও অসাধারণ।

ষষ্ঠীর সকাল বেলায় কর্তার সঙ্গে যখন মণ্ডপ পরিদর্শনে গিয়েছিলাম তখন মনে হয়েছিল এত সুন্দর মন্ডপ ভাবনার নৈপথ্যে কারা রয়েছেন? পরে দুরন্ত সংঘের দাদাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, সৌমেন দা থেকে শুরু করে এই সংঘের বিভিন্ন ছেলেপুলেরাই এই চিন্তা ভাবনা করেছে ,তারাই নিজের হাতে সাজিয়েছে এই মন্ডপ! শহর কলকাতা ঠাকুরের মধ্যেখানে আপনাদের যদি কখন‌ও মনে হয় অন্য কিছু দেখবেন তবে অবশ্যই একবার উঁকি মেরে দেখতে পারেন তারকেশ্বরের দুরন্ত সংঘের এই মন্ডপ। মায়ের অনন্য রূপ সত্যিই আপনাদের মুগ্ধ করে দেব আর তার সঙ্গে মুগ্ধ করে দেবে অভিনব এই মণ্ডপ ভাবনা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments