eaibanglai
Homeএই বাংলায়সবুজ কালী মায়ের মন্দিরে ৭৫ তম বাৎসরিক উৎসব

সবুজ কালী মায়ের মন্দিরে ৭৫ তম বাৎসরিক উৎসব

সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বর:- গতকাল ছিল রটন্তী কালিপুজো। এই পুজোর তিথিতেই হুগলির নালিকুলের সিদ্ধেশ্বরী কালীমন্দিরে ৭৫ বছর আগে দেবীর প্রতিষ্ঠা হয়। গতকাল ৭৫ তম বাৎসরিক উৎসবে নবনির্মিত মন্দির উদ্বোধন হল। মা এখানে কৃষ্ণ ও কালীর মিলিত রূপ, তাই মায়ের গাত্রবর্ণ এখানে সবুজ। সাধক বটকৃষ্ণ অধিকারীর সুযোগ্য পুত্র শিবানন্দ পুরীর দ্বারা মায়ের এই পুজো অনুষ্ঠান সম্পন্ন হল। উল্লেখ্য কালীঘাট মন্দিরের আদলে মায়ের এই মন্দির নির্মাণ হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments