eaibanglai
Homeএই বাংলায়শৈবতীর্থে শিব কন্যার আবির্ভাব! স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উদ্ধার

শৈবতীর্থে শিব কন্যার আবির্ভাব! স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উদ্ধার

সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বরঃ- হেমন্ত কাল আসতে না আসতেই শৈব তীর্থ তারকেশ্বরে বাবার মানস কন্যার আবির্ভাব। বেশ কিছুদিন আগে তারকেশ্বরের একটি জায়গায় চন্দ্রবোড়া সাপের দেখা মিলেছিল, সেই সময় তারকেশ্বরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারকেশ্বর গ্রিন মেটস’ সাপটিকে উদ্ধার করে বনাঞ্চলে রেখে আসে। এই খবরটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছিল, তারপর গতকাল ১২ ই নভেম্বর তারকেশ্বরের তেঘরীর কালীতলার কাছাকাছি এক প্রাথমিক স্কুল শিক্ষকের বাড়িতে সন্ধ্যেবেলায় একটি সাপ ঢোকে। ওই বাড়ির সদস্য যখন সন্ধ্যাবেলায় জপ আহ্নিক করছিলেন, তখন তিনি সাপটিকে দেখে চমকে ওঠেন ও সাপটির প্রজাতি বুঝতে না পেরে ভয় পেয়ে তিনি তৎক্ষণাৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারকেশ্বর গ্রিন মেটস’কে খবর দেন। সংস্থার কর্ণধার কল্যাণ আদক খবর পাওয়া মাত্র তৎক্ষণাৎ তার টিমকে নিয়ে হাজির হন এবং ওই বাড়ির ঠাকুর ঘর থেকে সাপটিকে উদ্ধার করেন। কল্যাণ আদক ‌এই প্রসঙ্গে বলেন, “এই সাপটার বিষ নেই, মানুষজনের ক্ষতি করে না। তবে মানুষ অনেক সময় ভয় থেকেই সাপকে মেরে ফেলে। আমরা সাপটিকে ধরে নিয়ে গিয়ে বনাঞ্চলে ছেড়ে দেব। তবে এই সময় অনেকের বাড়িতে চন্দ্রবোড়া‌ও ঢোকে, বেশ কিছুদিন আগে আমরা অন্য একটি বাড়ি থেকে চন্দ্রবোড়া বের করেছিলাম, তাই মানুষের‌ও সতর্ক থাকা উচিত।”

প্রসঙ্গত,’তারকেশ্বর গ্রিন মেটস’ এনজিওটি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ ও গাছপালা- পরিবেশ নিয়ে কাজ করে থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments