সঙ্গীতা চৌধুরী,তারকেশ্বরঃ- গত ১৫-২০ বছর ধরে সরস্বতী পূজায় বড় প্রতিমা গড়ে তুলে রীতিমতো তারকেশ্বরে আলোড়ন সৃষ্টি করেছে নছিপুরের কিশোর সংঘ। এই বছরও তার ব্যতিক্রম হলো না। এইবার ৩০ ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করে আলোড়ন তৈরি করেছেন তারা। এই পূজোকে কেন্দ্র করে এক সপ্তাহের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং একই সঙ্গে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এই বছর এই পুজো ৪৪তম বর্ষে পা দিতে চলেছে। এই পুজো প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে ক্লাবের সম্পাদক দেব কুমার বেরা বলেন, নদীপ্রবন এলাকা হাওয়ায় আমরা অনেক সময়ই দুর্গাপুজোয় আনন্দ করতে পারি না। তাই দুর্গাপুজোর থেকে বেশি আমরা সরস্বতী পূজায় আনন্দ করে থাকি।