সংবাদদাতা, জামুড়িয়াঃ- শেষ পর্যন্ত সবজি বাজারে এবার টাস্ক ফোর্সের হানা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নড়েচড়ে বসলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে শুরু করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ মেট্রলজি ডিপার্টমেন্ট সহ টাস্ক ফোর্স।
এদিন আসানসোল বাজারে ট্রাস্কফোর্সের বিশেষ দল হোলসেলারদের কাছে গিয়ে বাজার দরের দিকটি খতিয়ে দেখেন। কোন ভাবেই অতিরিক্ত দাম নেওয়া যাবে না এই নির্দেশ দিয়েছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দিলীপ কুমার মন্ডল জানিয়েছেন কৃষক থেকে সাধারণ মানুষের হাতে আসা পর্যন্ত সবজি দামের মধ্যে অনেকটাই ফারাক হয়ে যাচ্ছে।এই অবস্থায় কোনভাবেই সবজির দাম বেশি নেওয়া যাবে না।এই নির্দেশ দেওয়া হয়েছে।এদিন এই অভিযানে বেশ কিছু পন্য যেমন শিজ করা হয়েছে,তেমনি জরিমানাও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।