সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- এক এক জন অনেক তপস্যা করেন অনেক কৃচ্ছ সাধন করেন তবু ভগবানের দর্শন পান না, আর এক এক জন খুব অল্পেই ভগবানের দর্শন পেয়ে যান। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে ব্যক্তি দীর্ঘদিন ধরে উপবাস করেছেন কৃচ্ছসাধন করেছেন তিনি ভগবানের দর্শন পেলেন না কিন্তু যিনি খুব সাধারণ জীবন যাপন করেছেন সংসারী মানুষের মতো জীবন কাটিয়েছেন তিনি খুব সহজেই ভগবত দর্শন পেলেন এমন বৈসাদৃশ্যের কারণ কী জানেন?
আসলে আমরা কী দেখাচ্ছি বা কি করছি সেটা বড় কথা নয় বড় কথা আমাদের মনের মধ্যে অন্তরে কী আছে? কারণ ভগবান হলেন অন্তর্যামী তিনি আমাদের বাইরের আচরণ দেখেন না তিনি আমাদের মন পরেন আমাদের মনের মধ্যে কী আছে তিনি তাই দেখেন।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই প্রসঙ্গে বলেছেন যে, “অহংকার, উপাধি — এ-সব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায়। ‘আমি পণ্ডিত’, ‘আমি অমুকের ছেলে’, ‘আমি ধনী’, ‘আমি মানী’ — এ-সব উপাধি ত্যাগ হলেই দর্শন।”