eaibanglai
Homeএই বাংলায়ঠাকুর রামকৃষ্ণ হাঁচি টিকটিকি মানতেন! তবে আমরাও কী মানবো?

ঠাকুর রামকৃষ্ণ হাঁচি টিকটিকি মানতেন! তবে আমরাও কী মানবো?

সঙ্গীতা চৌধুরীঃ- ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব হাঁচি, টিকটিকির মতো সংস্কার গুলি মেনে চলতেন তাহলে আমরা যারা ভক্ত আমাদেরও কি এই বিষয়গুলো মেনে চলা উচিত? এই বিষয় নিয়ে আপনার মনেও প্রশ্ন আসতে পারে। এমন প্রশ্ন যদি আপনার মনে আসে সেক্ষেত্রে আপনি কী করবেন তা আজকে প্রতিবেদনে বলা হচ্ছে।

স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে একবার এক ভক্ত এই বিষয়ে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর এই জিনিসগুলো মানতেন, আমাদের কী করা উচিত।

তার উত্তরে মহারাজ বলেন যে, কোন মহাপুরুষের জীবনের মুখ্য বিষয়গুলো দেখা উচিত। তার জীবনের গৌণ অধিকার লক্ষ্য করার প্রয়োজন নেই। এই বিষয়টা বুঝবার জন্য মহারাজের বক্তব্য বুঝতে হবে মহারাজ কী বলেছেন জানতে হবে।

স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কথায়, “ঠাকুর ধুতি পরতেন। তাহলে ইওরোপ আফ্রিকার শ্রীরামকৃষ্ণ- ভক্তদেরও কি ধুতি পরা উচিত? যে-কোনো অবতার মহাপুরুষের জীবনে মুখ্য (essential) ও গৌণ (non-essential) দিক থাকে। তাঁর মূল উপদেশ বা বক্তব্য কী সেটা দেখুন। সবকিছু মানার দরকার নেই। আবার মূল কথাও তো সব মানা সম্ভব না হতে পারে। দেখুন আপনি কী ও কতটা পারেন। বলা হয় শ্রুতি-যুক্তি-অনুভব। শ্রুতি বা শাস্ত্রে কী আছে সেটা দেখুন। এবার যুক্তি দিয়ে একে বোঝার চেষ্টা করুন। পরে দেখুন আপনার অনুভব বা অভিজ্ঞতা কী বলছে। এভাবে তিনের মধ্যে সামঞ্জস্য হলে তবেই গ্রহণ করুন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments