eaibanglai
Homeএই বাংলায়শুরু হলো ৩৯তম বাঁকুড়া জেলা ব‌ইমেলা

শুরু হলো ৩৯তম বাঁকুড়া জেলা ব‌ইমেলা

শুভ্রাচল চৌধুরী,বাঁকুড়াঃ – শুরু হলো ৩৯ তম বাঁকুড়া জেলা বইমেলা। মঙ্গলবার শহরের খ্রীষ্টান কলেজ মাঠে প্রদীপ জ্বালিয়ে বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী, জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়, পৌর প্রধান অলকা সেন মজুমদার, চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জেলা গ্রন্থাগারিক মার্শাল টুডু প্রমুখ। এদিন আনুষ্ঠানিকভাবে মেলা শুরুর আগে ‘বইয়ের জন্য হাঁটুন’ আহ্বান জানিয়ে এক পদযাত্রায় পথ হাঁটেন স্থানীয় স্কুল গুলির ছাত্র ছাত্রী, অভিভাবক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ অসংখ্য সাধারণ মানুষ।

বইমেলা কমিটির তরফে জানানো হয়েছে, প্রাচীণ পুঁথি অবলম্বনে অষ্ট কাণ্ডে সম্পূর্ণ জগদ্রামী রামপ্রসাদী রামায়ন রচয়িতা, বাঁকুড়ার সুসন্তান সাধক কবি জগদ্রাম রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের বইমেলা তাঁর নামে উৎসর্গ করা হয়েছে। একই সঙ্গে এবারের মেলার থিম ‘ভাষা শিখবো বই পড়বো’। বই মেলা কমিটির তরফে আরো জানানো হয়েছে, এবার আনুমানিক ১৫ লক্ষ ৫০ হাজার টাকা বাজেটের এই মেলায় আনন্দ, দে’জ পাবলিশিং, দেব সাহিত্য কুটির, শিশু সাহিত্য সংসদের মতো কলকাতার নামী প্রকাশনী সংস্থা গুলি সহ মোট ৮৫ টি প্রকাশনী সংস্থার পাশাপাশি ক্ষুদ্র পত্র পত্রিকার স্টল থাকছে, সঙ্গে থাকছে সাঁওতালী ভাষার বইয়ের সম্ভারও। এবার বই মেলা থেকে বাঁকুড়ার গ্রামীণ, শহর ও জেলা গ্রন্থাগার গুলি যথাক্রমে ১৫, ১৮ ও ৪০ হাজার টাকার বই কিনতে পারবেন। গত বছর এই মেলা থেকে ১ কোটি ১৩ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল, এবার এই পরিমান আরো বাড়বে বলে তাঁরা আশাপ্রকাশ করছেন বলে মনে করছেন বলে জানিয়েছেন। মেলা চলবে আগামী ৮ জানুয়ারী পর্যন্ত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments