eaibanglai
Homeএই বাংলায়সুদৃশ্য আলপনায় ভরা দুর্গাপুরের দুর্গাপুজো কার্নিভালের রাস্তা

সুদৃশ্য আলপনায় ভরা দুর্গাপুরের দুর্গাপুজো কার্নিভালের রাস্তা

মনোজ সিংহ, দুর্গাপুরঃ– গত বৃহস্পতিবার ২৬ শে অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল দুর্গাপুরে দ্বিতীয় বর্ষ দুর্গাপুজো কার্নিভালে। এই কার্নিভালকে ঘিরে শিল্পাঞ্চলবাসির উদ্দিপনা ছিল দেখার মত। এদিন বিকেল থেকেই ওমেন্স কলেজের মূলমঞ্চের পাশে ভিড় জমান আপামোর দুর্গাপুরের জনসাধারণ থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকার মানুষ। এ বছর মোট ১৬ টি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করলেও শেষ মুহূর্তে একটি পুজো কমিটি বাতিল হওয়ায় মোট ১৫টি পূজা কমিটি কে নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত হয়। গত বছরের মত এ বছরও শোভাযাত্রার প্রতিযোগিতা ছিল।

কিন্তু আগত সকল দর্শকবৃন্দদের কাছে দুর্গাপুরের দুর্গাপুজো কার্নিভালের রাস্তাটি সুদৃশ্য আলপনা ছিল মূল আকর্ষণের কেন্দ্র বিন্দুতে। দুর্গাপুজো কার্নিভাল যে স্থানে মূল মঞ্চ তৈরি করা হয়েছিল, তার দুপাশে প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে সুদৃশ্য আলপনা দেওয়া হয়েছিল। দুর্গাপুর ইস্পাত নগরীর বাণী প্রচার সমিতির কয়েকজন স্বেচ্ছাসেবীর দ্বারা এ বছরের দুর্গাপূজো কার্নিভালকে অন্য একটি মাত্রা এনে দেয় এই আলপনা গুলি। শিল্পাঞ্চলের মানুষ থেকে বিভিন্ন জেলা ও রাজ্য থেকে যে সকল মানুষজন এদিন দুর্গাপুরের দুর্গাপুজো কার্নিভাল দেখতে উপস্থিত ছিলেন তারা একবাক্যে ওই সুদৃশ্য আলপনা গুলির গুনো গান করতে থাকেন।

খোঁজখবর নিয়ে জানা গেছে দুর্গাপুরের ইস্পাত নগরীর বিজোন এলাকার বাণী প্রচার সমিতির কয়েকজন স্বেচ্ছাসেবী এই আলপনা গুলি এঁকেছেন রাস্তার ওপরে । গত দুদিন ধরে এই আলপনা গুলি দিনরাত পরিশ্রম করার মূল কারিগর তাদের মধ্যে অন্যতম হল দুর্গাপুর নগর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনি দাশগুপ্ত সহ সূচনা ঘোষ, সম্প্রীতি ঘোষ, পৌলমী বিশ্বাস ও মাহি ঝা সহ বাণী প্রচার সমিতির স্কুলের ছাত্রীরা। আনন্দের এই উৎসবে এই মহিলাদের একত্রিত প্রয়াস ও তাদের অক্লান্ত পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন শিল্পাঞ্চলের ৮ থেকে ৮০ সকলে। রইল সেই পথ চিত্রের কিছু অংশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments