সংবাদদাতা, পান্ডবেস্বরঃ-
তিনদিনের প্রবল বর্ষণে ধসে পড়ল বাড়ী। সৌভাগ্যবশত প্রাণে বাঁচলেন বাড়ীর লোকজন। ঘটনা পান্ডবেস্বরের নবগ্রাম মুর্শিদাবাদ পাড়ার ।
রাজ্যজুড়ে নিম্নচাপের জেরে তিনদিন ধরে প্রবল বৃষ্টির জেরে জায়গায় জায়গায় যেমন জল জমে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ,তেমনি বাজার রাস্তাঘাটে মানুষজন কম ।
তিনদিনের বৃষ্টিতে পান্ডবেস্বরের বিভিন্ন এলাকা জলমগ্ন । বাদ যায়নি পান্ডবেস্বরের নবগ্রাম এর মুর্শিদাবাদ পাড়া। কারো বাড়িতে জল ঢুকেছে ত কারো বসত বাড়ী ভেঙে পড়ে সমস্যায় পড়েছেন জলিফা বিবি ও রিজও়ল শা রা । জলিফা বিবি জানান,দিনমজুরি করে চলে তাদের সংসার ,বারবার পঞ্চায়েত একটা বাড়ীর আর্জি জানিয়েও কোনও কাজ হয়নি। তিনদিনের বৃষ্টির জেরে যখন হটাৎ গতকাল রাত্রে বাড়ী পড়ার আওয়াজ পান , তড়িঘড়ি বাড়ী থেকে বেরোতে সক্ষম হন বাড়ীর লোকেরা ,ফলে প্রাণে বেঁচে যান সকলেই । বাড়ী থেকে বেরোতেই ধসে পড়ে তাদের টালির চালের তৈরি বাড়ী। এর জেরে বাড়ী চাপা পড়ে যায় বাড়ীর আসবাব।
দিনমজুর রিজাউল শা জানান,এর পর তাদের পাড়ার একজন সুহৃদয় ব্যক্তি আপাতত তাদের আশ্রয় দেন । এভাবেই গতকাল রাত থেকে দিন গুজরান করছেন তারা। তাদের প্রশাসনের কাছে একটাই আর্জি তাদের একটা ঘরের ব্যবস্থা করে দিক প্রশাসন । যদিও লক্ষ্যণীয় বিষয় প্রশাসনের তরফে দুর্গতদের খবর নিতে বেলা এগারোটা পর্যন্ত কেও আসেননি বলে স্থানীয় সূত্রে জানা যায়।