eaibanglai
Homeএই বাংলায়প্রকাশিত হলো 'শব্দের মলাট' পত্রিকা

প্রকাশিত হলো ‘শব্দের মলাট’ পত্রিকা

সঙ্গীতা মুখার্জ্জী মণ্ডলঃ- গত কয়েক বছর ধরে যে কয়টি সাহিত্য পত্রিকা পাঠকের দরবারে সমাদৃত হয়েছে তাদের অন্যতম হলো ‘শব্দের খড়কুটো’ পরিবারের ‘শব্দের মলাট’। তিন বছর পার করে চতুর্থ বছরেও ১২০ জন কবির ভিন্ন স্বাদের সৃষ্টি নিয়ে চতুর্থ বছরে পদার্পণ করল পত্রিকাটি।

একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেড় শতাধিক কবি-সাহিত্যিক ও কাব্যপ্রেমী মানুষের উপস্থিতিতে সম্প্রতি শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে দিনের আলোর মুখ দেখল সংশ্লিষ্ট সাহিত্য গোষ্ঠীর বার্ষিক মুখপত্র বইমেলা সংখ্যা ‘শব্দের মলাট’। পত্রিকাটি সম্পাদনায় সহযোগিতা করেন সৌমেন্দ্র নাথ মাহাত ও এডিটিং করেন মঞ্জুশ্রী দেবী সহ পরিবারের অন্যান্য এডমিনরা।

প্রদীপ প্রজ্জ্বলনের পর পরিবারের ‘থিম সঙ’ উদ্বোধনী সঙ্গীত রূপে পরিবেশন করেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদিকা স্মৃতি মল্লিক সাহা সহ অন্যান্য এডমিনরা। স্মৃতি স্যানাল ও আদ্রিতা দত্তের নৃত্য ও বাসবী মৈত্রের সঙ্গীত হলে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। উপস্থিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, সাহিত্য সম্পর্কে প্রবীণদের মননশীল আলোচনা অনুষ্ঠানটিকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পরিবারের সভাপতি ধীরাজ দণ্ডপাট এবং তিনিই স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শমিতা চৌধুরী ওঝা ও স্মৃতি মল্লিক সাহা।

বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক ও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়, অসীম দাস, শ্রীসদ্যোজাত সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেককে যথাযোগ্য মর্যাদা সহকারে বরণ করে নেওয়া হয়। স্মৃতি দেবী বলেন – লক্ষ্য ছিল একটি ভিন্ন স্বাদের সাহিত্য পত্রিকা উপহার দেওয়া। সবার সহযোগিতায় সেই আশা পূরণ হওয়ায় আমরা খুব খুশি। আশাকরি আমাদের এই প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনেও সবার সহযোগিতা পাব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments