eaibanglai
Homeএই বাংলায়আসানসোল পুরনিগমের নতুন কমিশনার আইএএস রাজু মিশ্র

আসানসোল পুরনিগমের নতুন কমিশনার আইএএস রাজু মিশ্র

সংবাদদাতা, আসানসোল:- আসানসোল পুরনিগমের নতুন পুর কমিশনার হচ্ছেন আইএএস রাজু মিশ্র। বুধবার সন্ধ্যায় রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকায় রাজু মিশ্রকে পূর্ণ সময়ের জন্য আসানসোল পুরনিগমের পুর কমিশনার হিসাবে নিয়োগ করার কথা বলা হয়েছে। আসানসোলের পুর কমিশনার হওয়ার আগে তিনি রাজ্য সরকারের ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি ও ওয়েষ্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট দপ্তরের ওএসডি ছিলেন। কবে নাগাদ নতুন পুর কমিশনার দায়িত্ব নেবেন তা বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে, এতদিন পর্যন্ত আসানসোল পুরনিগমের কমিশনার হিসাবে অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও( চীফ এক্সিকিউটিভ অফিসার) আকাঙ্খা ভাস্কর।

প্রসঙ্গতঃ, ২০২৩ মে মাসে আড্ডার সিইও এবং পুর কমিশনারের দায়িত্বে থাকা রাহুল মজুমদারকে অন্যত্র বদলি করা হয়। তারপর ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আড্ডার সিইও পদে আসেন আকাঙ্খা ভাস্কর। তবে আসানসোল পুরনিগমের কমিশনার পদে ২০২৩ সালে টানা ৭ মাস কেউ ছিলেননা। শেষ পর্যন্ত আকাঙ্খা ভাস্করকেই ২০২৩ সালের ১৯ ডিসেম্বর আসানসোল পুরনিগমের পুর কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দেড় মাসের কম সময়ের মধ্যে আকাঙ্খা ভাস্করকে পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এদিকে, দীর্ঘ কয়েক বছর পরে আসানসোল পুরনিগমে স্থায়ী বা পূর্ণ সময়ের জন্য পুর কমিশনার হিসাবে কাউকে সরকারের তরফে পাঠানো হলো। এতদিন পর্যন্ত, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক ও আড্ডার সিইও পদে যারা থাকতেন, তারাই অতিরিক্ত দায়িত্ব হিসাবে পুর কমিশনার হতেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments