সংবাদদাতা, বাঁকুড়াঃ- এবার রাজ্যের কোষগার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কর্মিসভা হচ্ছে না এবার কর্মিসভা হবে দলের কর্মীদের টাকাতেই। জেলায় আগামী এগার তারীখ মুখ্যমন্ত্রীর কর্মী বৈঠক রয়েছে। বুথ ভিত্তিক কর্মি বৈঠকে প্রায় ৫০ হাজার কর্মী জমায়েত করবে এমনটাই জেলা তৃণমূল সুত্রে খবর। মুখ্যমন্ত্রীর এবারের সভার পুরো টাকা দিচ্ছে বিধায়ক, মেম্বার , ব্লক সভাপতি প্রধান সহ দলের সমস্ত কর্মীরা। মুখ্যমন্ত্রীর সভায় প্রায় ১৫ হাজার শিল্পী যোগদান দেবেন। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরুপ চক্রবর্তী বলেন, মাঠ পরিদর্শন করছি দেখছি প্যাণডেলের কাজ কেমন করছি। বিভিন্ন সংগঠনের লোকেরা আসছে। আজকে আদিবাসীরা এসছিল তাদের সঙ্গে আলোচনা হল। মানুমের মনে দারুণ উদ্দীপনা জেগেছে অনেকদিন পর তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কাছে পাচ্ছেন। সকলের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে যে সতীঘাট চলো কর্মী সমর্থক এবং বাঁকুড়া শহরবাসীর তাকিয়ে রয়েছেন কখন মুখ্যমন্ত্রী আসছেন ধর্মের উস্কানি দিয়ে দেশ ভাগ করার চক্রান্তের বিরুদ্ধে মানুষ সব এক হয়ে গেছে। পিন্টু সুর নামের এক শিল্পী বলেন, ওনারা আমাদের ডেকেছেন আজকে গাড়ি ভাড়া দেবেন সেই কারণেই আমরা এসেছি। এছাড়াও তিনি বলেন দিদি আমাদের দেখেছেন দিদি আমাদের মাসে ১০০০ টাকা করে ভাতা দিচ্ছেন। তাই গাড়ি ভাড়া বা খাওয়া-দাওয়া টা বড় ব্যাপার নয় তিনি আমাদের যে সম্মান দিয়েছেন সেটাই বড় ব্যাপার। দিদি যেখানেই আসবে আমরা খেতে পাই বা গাড়িভারা না পাই আমরা সব জায়গাতেই শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করব। রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে তার আবেদন বাঁকুড়া জেলায় আরো অনেক দুস্থ শিল্পী রয়েছেন তারা শিল্পী ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন তারা যাতে শিল্পী ভাতা পায় সেই দিকে নজর দিলে ভালো হয়।