সংবাদদাতা, বাঁকুড়াঃ- একটি সংগঠনের পক্ষ থেকে বাঁকুড়ার কোতুলপুর চেকপোষ্টে ওভারলোডিং বালি আটক করা হলো।’আমরা সবাই একসাথে’ নামে ঐ সংগঠনের সদস্যদের অভিযোগ, বাঁকুড়া-ডানকুনি ব্যস্ততম রাস্তায় ওভারলোডিং বালি বোঝাই লরি যাতায়তের ফলে প্রায়শই দূর্ঘটনা ঘটছে। বিষয়টি প্রশাসনকে বারবার জানানো হয়েছে। বাধ্য হয়েই এদিন তারা ওভারলোডিং বালি গাড়ি আটক করতে নেমেছেন বলে জানানো হয়েছে।