eaibanglai
Homeএই বাংলায়২০১৯ এর দুঃখ ভুলে পুনরায় ছন্দে ফিরেছে পাত্রসায়ের তৃণমূল কংগ্রেস

২০১৯ এর দুঃখ ভুলে পুনরায় ছন্দে ফিরেছে পাত্রসায়ের তৃণমূল কংগ্রেস

সংবাদদাতা, বাঁকুড়াঃ রাজনৈতিক টানাপোড়েন পাত্রসায়ের লেগেই আছে। একটা সময় এই পাত্রসায়ের এ ছিল একচেটিয়া সিপিএমের আধিপত্য। কিন্তু ২০১১ পর থেকে পাত্রসায়ের এ তৃণমূল থাবা বসিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এরপর দীর্ঘদিন তৃণমূলের রাজ চলে। কিন্তু ২০১৯ লোকসভা ভোটে তৃণমূল কিছুটা পিছিয়ে যায়, পেছনে হানা দেয় গেরুয়া শিবির। এরপর উপনির্বাচনে খড়গপুর কালিয়াগঞ্জ করিমপুরে তৃণমূলের জয়ের পরে আবার ঘুরে দাঁড়িয়েছে পাত্রসায়ের তৃণমূল কংগ্রেস। তবে ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগাম প্রস্তুতি হিসাবে পাত্রসায়ের তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে নেমেছে পরেছে। এদিন পাত্রসায়ের এর ধগড়িয়ায় রাখাডাঙ্গা থেকে হোটেল মোড় পর্যন্ত একটি মিছিলের করে তৃণমূল কর্মীরা। পরে একটি পথসভার আয়োজন করা হয়। এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান ছাত্রসমাজের সভাপতি, পাত্রসায়ের ব্লক তৃণমূল যুব সভাপতি সুব্রত দত্ত, হামির পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাদ্দাম হোসেন এবং হামিরপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি বংশী বাড়ি এবং উপস্থিত ছিলেন আজগর আলী সহ তৃণমূলের বিভিন্ন নেতৃত্বরা। এদিন দেড় থেকে দুই হাজার তৃণমূল কর্মী পদযাত্রায় অংশগ্রহণ করে৷

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments