সঙ্গীতা চৌধুরীঃ- আজ ৩০ শে এপ্রিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন যা কিছু করবেন তা অক্ষয় রূপে রয়ে যাবে। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনেক আছে, তবে আজ বলবো আজকের দিনটি কীভাবে কাটাবেন?
অক্ষয় তৃতীয়ার দিন করণীয়-
১। সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের নাম জপ করা। যদি আপনার দীক্ষা না হয়ে থাকে তাহলে হরেকৃষ্ণ মহামন্ত্র একশো আট বার জপ করে নিন।
২। সারাদিন নিরামিষ ভোজন করুন আর মনে কোন রকম কু চিন্তা নিয়ে আসবেন না।
৩। আজকের দিনে বাড়ির গুরুজনদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করুন।
সকলকে সম্মান দিয়ে কথা বলবার চেষ্টা করুন।
৪। সম্পূর্ণ গীতা যদি পড়ার সময় না হয় তাহলে গীতার একটি অধ্যায় অন্ততপক্ষে পড়ে দেখুন। যদি গীতার একটি অধ্যায় পড়া আপনার পক্ষে সম্ভবপর না হয়, তাহলে কতগুলো শ্লোক পড়ুন, যদি তাও সম্ভবপর না হয়, তাহলে গীতার একটি শ্লোক মনে মনে আবৃত্তি করুন ও গীতা স্পর্শ করে প্রণাম করুন।
৫। আজকের দিন বাড়িতে আসা পশু পাখিকে জল এবং খাবার দিন।
৬। সূর্যাস্তের পর অবশ্যই মনে করে বাড়িতে ঝাঁট দেবেন এবং সন্ধ্যা প্রদীপ দেখাবেন।
৭। আজকের দিনে নিজের করা কোনও ভুলের জন্য অনুতাপ হলে ভগবানের কাছে অশ্রু সজল নয়নে ক্ষমা চেয়ে নিন আর ভগবানের কাছে কৃতজ্ঞ থাকুন আপনি জীবনে যা কিছু পেয়েছেন তার জন্য। কারণ জেনে রাখবেন আপনি জীবনে যা পেয়েছেন, হয়তো এই জিনিসগুলোই অন্য কারোর কাছে স্বপ্ন।





