eaibanglai
Homeএই বাংলায়পুরুলিয়ার অপহৃত তিন যুবককে উদ্ধার করল মেঘনাদ ও রাজশেখর

পুরুলিয়ার অপহৃত তিন যুবককে উদ্ধার করল মেঘনাদ ও রাজশেখর

সংবাদদাতা, জামুড়িয়াঃ- আবারও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ মেঘনাদ মন্ডলের নাম উঠে এলো সংবাদ শিরোনামে। এবার অপহরণের খবর পেয়ে অপহরণ করা তিন যুবকদের কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করার পাশাপাশি এই অপহরণে যুক্ত থাকা চার অপহরণকারীকে গ্রেফতার করে সাফল্য পেলো জামুড়িয়া থানা শ্রীপুর ফাঁড়ি।

গত রবিবার পুরুলিয়ার রঘুনাথপুর ও বলরামপুর এলাকা থেকে তিন যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায় করার অভিযোগ উঠেছিল আসানসোল রানিগঞ্জের দুই যুবক কমলেশ যাদব ও শোভন সাউ এবং জামুড়িয়ার বাসিন্দা মহঃ সাদ্দাম ও মহঃ শামসুদ্দিনের বিরুদ্ধে। তারা পুরুলিয়ার তিন যুবককে শ্রীপুর ফাঁড়ি এলাকার নিঘা পার্ক সংলগ্ন এলাকায় নিয়ে এসে। পরে তাদের কাছে থাকা মোবাইল ফোন থেকেই পরিবারের সদস্যদের ফোন করে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ বাবদ টাকা দেওয়ার কথা জানায়। এই খবর পুরুলিয়া পুলিশ প্রশাসনের কাছ পৌঁছালে, পুলিশ দ্রুত ফোনের লোকেশন ট্র্যাক করে বিভিন্ন অংশ তল্লাশি করা শুরু করে দেয়। এরপরই ঐ দুষ্কৃতী দল পুলিশের তল্লাশির খবর পেয়ে মুহূর্তের মধ্যে ঐ এলাকা ছেড়ে গিরমিন্ট দিয়ে বোলেরো গাড়িতে করে সকলকে নিয়ে গা ঢাকা দেওয়ার আগেই পুলিশ দ্রুত তাদের খোঁজ পায়। পুলিশ তল্লাশি করে অপহরণ করা অপহরণকারীদের গ্রেফতার করার পাশাপাশি অপহৃত তিন যুবককে তাদের হাত থেকে উদ্ধার করে। আর এবারের এই ঘটনাতেও জামুরিয়া থানার ওসি রাজশেখর মুখোপাধ্যায়ের সাথে, রানিগঞ্জ সোনার দোকানে ডাকাতির সময় ডাকাত দলকে চ্যালেঞ্জ করে গুলির লড়াই করা এসআই মেঘনাথ মন্ডল সক্রিয় ভূমিকা নিয়ে ঐ অপহরণকারীদের ধরতে সক্ষম হয়। সোমবার পুলিশ ধৃতদেরকে আসানসোল জেলা আদালতে পেশ করে। বিচারক তাদের জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানায় এই ঘটনা আর কে বা কারা আছে, তা জানতে ধৃতদেরকে জেরা করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments