eaibanglai
Homeএই বাংলায়প্রয়াত হলেন তৃণমূল নেতা ও বাঁকুড়ার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান দেবপ্রসাদ কুণ্ডু

প্রয়াত হলেন তৃণমূল নেতা ও বাঁকুড়ার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান দেবপ্রসাদ কুণ্ডু

সংবাদদাতা, বাঁকুড়াঃ- প্রয়াত হলেন জনপ্রীয় তৃণমূল নেতা তথা বাঁকুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান দেবপ্রসাদ কুণ্ডু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে বাঁকুড়ার তৃণমূল কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বুধবার ভোর রাতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি এলাকায় যথেষ্ট জপপ্রিয় ছিলেন। সারাজীন মানুষের জন্য কাজ করে গিয়েছেন। আর তাই সকলেই তাকে শ্রদ্ধা করতেন। দেবপ্রসাদ কুণ্ডু (তারা) ১৯৮১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বাঁকুড়া পৌরসভার কাউন্সিলর ছিলেন। এর মাঝে ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি পৌরসভার পৌরপ্রধান ছিলেন। ২০০৪ সালে বাঁকুড়া কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলেও সিপিএমের বাসুদেব আচারিয়ার কাছে তিনি পরাজিত হন। প্রাক্তন পৌরপ্রধান দেবপ্রসাদ কুণ্ডু (তারা) র মৃত্যু সংবাদ পেয়ে তাঁর বাড়িতে যান জেলা তৃণমূল নেতৃত্ব। শেষ শ্রদ্ধা জানান তাকে। দেবপ্রসাদ কুণ্ডু মহাশয়কে হারিয়ে সকলের মনের মধ্যে ছিল বিষাদের সুর। এদিন তাঁর মরদেহ প্রথমে বাঁকুড়া পৌরসভা ও পরে জেলা তৃণমূল ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় নেতা কর্মী থেকে অসংখ্য সাধারণ মানুষ তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে লখ্যাতড়া মহাশ্মশানে শেষকৃত্ব সম্পন্ন হয়।বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত প্রয়াত দেবপ্রসাদ কুণ্ডু (তারা) জেলা তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা আখ্যা দিয়ে বলেন, উনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক আন্দোলনে যোগ দিয়েছেন। তাঁর মৃত্যুতে জেলা তৃণমূলের অপূরণীয় ক্ষতি হলো বলে তিনি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments