সংবাদদাতা, গলসিঃ- গলসি বিধায়ক অলোক কুমার মাঝির নেতৃত্বে “বাংলার গর্ব মমতা” জনসংযোগ কর্মসূচি সফল করার জন্য নিজের বিধানসভা কেন্দ্রের কর্মী দের নিয়ে সম্মেলন করলেন। শনিবার বুদবুদ বাজারে কর্মীদের নিয়ে সম্মেলন করলেন তিনি। এদিন গলসি বিধানসভার এলাকায় সমস্ত অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্যদের ও পঞ্চায়েত সদস্যদের নিয়ে “বাংলার গর্ব মমতা” কর্মসূচি সফল করার জন্য আলোচনায় বসেন। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, গত মার্চ মাসের ২ তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় নতুন জনসংযোগের প্রোগ্রাম দিয়েছেন কর্মীদের তার প্রথম পর্ব ৭ ই মার্চ সমস্ত বিধানসভায় বিধায়ক দের সম্মেলন করার নির্দেশ দেওয়া। সেই কর্মসূচি অনুযায়ী আজ গলসি বিধায়ক অলক কুমার মাঝি তার বিধানসভার হাতায় ১৫ টি অঞ্চলের কর্মীদের নিয়ে সম্মেলন করলেন। “বাংলার গর্ব মমতা” কেন তা তুলে ধরা হয়েছে কর্মীদের সামনে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প সফল হয়েছে। মনীষীদের সম্মান জানানোর পাশাপাশি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছেছেন এছাড়াও কন্যাশ্রী বিশ্বের দরবারে প্রশংসার স্থান পেয়েছে। যার কারনে “বাংলার গর্ব মমতা”। এই বিষয় নিয়ে কর্মীদের বোঝানো এবং সচেতন করার বিষয় নিয়েই আজকের এই সম্মেলন বলে জানালেন বিধায়ক অলোক কুমার মাঝি।