সংবাদদাতা, আসানসোলঃ- গত ২ রা মার্চ কলকাতার নেতাজী ইন্দোর স্টেডিয়ামে রাজ্যের তৃনমূল কংগ্রেসের কর্মসূচী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গেঁর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৭৫ দিনের একটি দলীয় কর্মসূচীর ঘোষনা করেছিলেন যার নাম “বাংলার গর্ব মমতা”। সেই কর্মসূচীর পরিপ্রেক্ষিতে আজ গোটা রাজ্য জুড়ে সমস্ত বিধানসভায় “বাংলার গর্ব মমতা” এই কর্মসূচীটি পালন করা হচ্ছে। গোটা রাজ্য তথা আসানসোলেও তৃনমূলের এই কর্মসূচী পালিত হচ্ছে। আসানসোলের তৃণমূলের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন আসানসোলের বিধায়ক মলয় ঘটক। তিনি বলেন, ১০ ই মে পর্যন্ত “বাংলার গর্ব মমতা” এই কর্মসূচীর অনুষ্ঠানটি পালন করা হবে। মলয় বাবু জানান, মোট ৭৫,০০০ হাজার তৃণমূল কর্মী প্রায় ১৫,০০০ হাজার জনবসতিতে গিয়ে মানুষ কে দলীয় কর্মসূচীর ব্যাপারটি জানাবে। মলয় বাবু জানান, এই কর্মসূচীর দ্বারা মানুষের মধ্যে মেল বন্ধন করা হবে এবং ভারতীয় সংবিধানের ব্যাপারটি নিয়ে আলোচনা হবে। তিনি বলেন আসানসোলেও “বাংলার গর্ব মমতা” তৃণমূলের এই কর্মসূচীটি খুবই উৎসাহের সঙ্গে পালন করা হয়েছে।