সংবাদদাতা, বাঁকুড়াঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ লোকসভা নির্বাচনের পর দলকে পুনরায় চাঙ্গা করতে দিদিকে বল কর্মসূচি নিয়েছিলেন। এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের প্রত্যন্ত গ্রামের সাধারন মানুষের জনসমর্থন পেয়েছেন। সেই মতো এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচি গ্রহন করেছেন দলকে চাঙ্গা করতে। আর সেটা হল “বাংলার গর্ব মমতা”। সোনামুখী বিধানসভায় আজ অনুষ্ঠানের মধ্য দিয়ে “বাংলার গর্ব মমতা” কর্মসূচির শুভ সুচনা হলো। প্রথমেই সোনামুখী বিধানসভার “বাংলার গর্ব মমতা” কর্মসূচির দায়িত্বে তথা সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করান দলীয় কর্মীদের। এরপর রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের “বাংলার গর্ব মমতা” কর্মসূচির বিস্তৃত আলোচনা কর্মীদের সামনে তুলে ধরেন। সোনামুখী ব্লক সভাপতি ইউসুফ মন্ডল দলের কর্মীদের কাছে বার্তা রাখেন দ্বন্দ্ব নয় সকলের সঙ্গে মিলেমিশে সঠিক সময়ে নিজেদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। তবেই আগামীদিনের সংগঠন আরো মজবুত হবে। এর পাশাপাশি পঞ্চায়েত থেকে বুথ স্তর পর্যন্ত সমস্ত স্তরের তৃণমূল কর্মীদের কাছে বার্তা দেন সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের মধ্য দিয়ে মানুষের সমস্যা সমাধান করতে হবে।