সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ- হরিপুর কোলিয়ারি সংলগ্ন মাঠে শুক্রবার আয়োজিত হল পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে তৃণমূলের কর্মী সম্মেলন। সেখানেই দলের পক্ষ থেকে সূচনা করা হয় “বাংলার গর্ব মমতা” কর্মসূচির। সম্মেলনে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার এলাকার পাণ্ডবেশ্বর ও লাউদোহা ব্লকের বারো টি পঞ্চায়েতে এলাকার পঞ্চায়েত, পঃ সমিতি ও জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা। এ ছাড়াও ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। পাণ্ডবেশ্বর ও লাউদোহা ব্লকের দলীয় ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও সুজিত মুখোপাধ্যায়। কর্মী সম্মেলন শেষে সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র তেওয়ারি জানান কেন্দ্রের বিজেপি সরকার দেশে ধর্মের ভিত্তিতে বিভাজন ও সংবিধান পাল্টানোর চক্রান্ত করছে। যার বিরুদ্ধে লড়ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে জন্যই মমতা বাংলার গর্ব বলে জানান তিনি। আজকের সম্মেলনের পর এলাকার প্রতিটি পাড়ায় প্রতিটি বাড়িতে গিয়ে এই কর্মসূচির প্রচার চালাবেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা বলে জানান জিতেন্দ্রবাবু। সেই সাথে তিনি বলেন, দলনেত্রী নির্দেশ দিয়েছেন দলের যে সব পুরনো কর্মীর বিভিন্ন কারণে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাদের সাথে কথা বলে সসম্মানে তাঁদের দলের মূলস্রোতে ফিরিয়ে আনার। সেই নির্দেশ কার্যকর করতে চলতি মাসের ১৩ তারিখ দলের পুরনো কর্মীদের নিয়ে আলোচনায় বসা হবে বলে জানান তিনি।