eaibanglai
Homeএই বাংলায়কেন্দ্রে বাজেটের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ

কেন্দ্রে বাজেটের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, সালানপুর, পশ্চিম বর্ধমান:- বাজেট হলো পরবর্তী একবছরের জন্য সরকারের আয়-ব্যয়ের হিসাব। এর মাধ্যমে জানা যায় কোন কোন জিনিসের দাম বাড়ল বা কমল, কোন রাজ্যের জন্য কতটা বরাদ্দ হলো, বেকারদের জন্য সরকার বাস্তবে কতটা সহানুভূতিশীল ইত্যাদি। এটাও ঠিক বাজেটের মাধ্যমে কোনো সরকারের পক্ষে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকারের বাজেট যে জনবিরোধী এবং বাংলাকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে সেটা বাজেটের প্রতিটি ছত্রে ফুটে উঠেছে।

বাজেটে বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত ২৫ শে জুলাই রূপনারায়ণপুর ডাবরমোড়ে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান ও সহ-সভাপতি ভোলা সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল ও সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, শ্রমিক নেতা মনোজ তেওয়ারী, যুব সভাপতি শচীন নাগ, মহিলা সভানেত্রী অপর্ণা রায় সহ ব্লকের অন্যান্য নেতা ও কর্মী-সমর্থকরা।

কীভাবে বাংলাকে বঞ্চিত করা হয়েছে প্রতিবাদ সভায় প্রতিটি বক্তা তাদের বক্তব্যে সেইসব তথ্য তুলে ধরেন। তাদের দাবি সর্বশক্তি নিয়োগ করেও এইরাজ্যে প্রতিটি নির্বাচনে বিজেপি বারবার মমতা ব্যানার্জ্জীর কাছে নাস্তানাবুদ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করে ঘুরপথে বাংলার মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে।

কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করে ব্লক সভাপতি বলেন – এবারের কেন্দ্রীয় বাজেটে বন্যা নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রায় সবক্ষেত্রে বাংলাকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে। এই বাজেটকে আমরা সম্পূর্ণ বাংলা বিরোধী বাজেট বলে মনে করি। তাই দলের পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments