সংবাদদাতা, অন্ডালঃ- বুধবার কেন্দা এরিয়ার শঙ্করপুর খোলামুখ খনিতে মারপিট কাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবিতে পরিবহন আটকে বিক্ষোভ দেখাল তৃণমূল সমর্থকেরা।খনি সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যায় শংকরপুর খোলামুখ খনিতে এইচএমএসের সম্পাদক রামবদন যাদব ও বেসরকারি নিরাপত্তা রক্ষী কোকা বাউড়ি বচসায় জড়িয়ে পড়েন। মারপিট বেধে যায় দুজনের। রামবদন যাদবকে ইসিএলের কাল্লা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর অভিযুক্ত নিরাপত্তারক্ষী কোকা বাউড়িকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল আটটা থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও কোকা বাউড়িকে পুনর্নিয়োগের দাবিতে পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল। তৃণমূল নেতা সতিশ কুমার সিংহ বলেন তদন্ত ছাড়াই এইচএমএস নেতাদের চাপে কর্তৃপক্ষ একতরফা ভাবে নিরাপত্তারক্ষী খোকা বাউড়িকে বরখাস্ত করেছেন। তাঁর নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত ছাড়া কর্তৃপক্ষ এ কাজ করতে পারেন না তাই এই বিক্ষোভ বলে জানান সতীশ বাবু। ঘণ্টা চারেক বিক্ষোভ চলার পর কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের আশ্বাস দেন কোকা বাউরিকে আজ থেকেই কাজে নিয়োগ করা হবে। তাঁর বিরুদ্ধে এফ আই আর তুলে নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।