সংবাদদাতা, বাঁকুড়াঃ-
বাঁকুড়া জেলা আইনি পরিষেবা ও বিবাদ নিষ্পত্তি দপ্তরের পক্ষ থেকে আজ এই দিনটি মর্যদার সঙ্গে পালিত হল। জেলা আইনি পরিষেবা দপ্তরের অফিস থেকে একটি র্যালি বের হয়। বাঁকুড়া মাচানতলা কোট্ কম্পাউড হয়ে আবার জেলা আইন পরিসেবা দপ্তরে এসে শেষ হয়। মানবাধিকার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে বাঁকুড়া কোর্ট কম্পাউন্ডে একটি পথ নাটিকার আয়োজন করা হয়।
বাঁকুড়া সংশোধনাগারে থাকা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামীদের ব্যাংক একাউন্ট না থাকায় তাদের মজুরি টাকা জমা হচ্ছিল না। লঙ্ঘিত হচ্ছিল মানবাধিকার। আজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাঁকুড়া শাঁখার পক্ষ থেকে সংশোধনাগার সশ্রম কারাদন্ডে দন্ডিত কয়েদি দের এর জন্য অনলাইন অ্যাকাউন্ট খুলে দেওয়া হল। এছাড়াও মানবাধিকার দিবস কে সামনে রেখে জেলা আইনি পরিষেবা করে দপ্তরে মানবাধিকার সম্পর্কিত একটি কুইজ কনটেস্ট আয়োজন করা। যেখানে বাঁকুড়ার পাঁচটি স্কুলের চারজন করে ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন