সঙ্গীতা চৌধুরীঃ- শনি দেবকে বলা হয় গ্রহরাজ। তিনি গ্রহাধিপতি। তাকে তুষ্ট করতে চাইলে সবার আগে নিজের কর্মকে ঠিক রাখতে হবে, অপরের ক্ষতি করে, মা বাবার অনাদর করে আপনার গ্রহ উন্নতির আশা করবেন না। কর্ম ঠিক রেখে তারপর শনি গ্রহের দোষ নিবারণ করতে চাইলে নৃসিংহদেবের মন্ত্র পাঠ করুন। শনিবার করে ভক্তি যুক্ত মনে এই মন্ত্র পাঠ করা উচিত। নৃসিংহ দেবের প্রণাম মন্ত্র হল-‘উগ্রং বীরং মহা-বিষ্ণু। জ্বালন্তং সর্বতো-মুখম্। নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুমৃত্যুং নমাম্যহম্॥’এই মন্ত্রের বাংলা অর্থ হল- ‘আমি সেই ভয়ংকর, বীর, সর্বত্র বিরাজমান, দীপ্তিমান, সর্বদিকমুখী, কল্যাণকারী, মৃত্যুরও মৃত্যুরূপ নৃসিংহদেবকে প্রণাম জানাই।’
-কথায় বলে বিশ্বাস মেলে কৃষ্ণ তর্কে বহুদূর! অন্তরের বিশ্বাস থেকে এই মন্ত্র জপ করলে অবশ্যই সুফল পাবেন।


















