সঙ্গীতা চ্যাটার্জী, মুর্শিদাবাদঃ- খুদে খুদে শিশুদের হাতে তৈরি হচ্ছে বম্ব। বম্ব শুনেই ঘাবড়ে গেলেন তো? ভাবছেন কি প্রাণঘাতী জিনিস তৈরি করা হচ্ছে? নাহ আসলে এগুলি প্রাণঘাতী নয় এগুলি প্রাণদেয়। হ্যাঁ বর্ষা মরসুম ও অরণ্য সপ্তাহকে সামনে রেখে বেলডাঙার মিশন গ্রিন ইউনিভার্সের উদ্যোগে তৈরি হচ্ছে সিড বল বা সিড বম্ব। প্রথমে জৈব সার ও মাটিকে ভালো ভাবে তৈরি করার পর তাতে দেশীয় প্রজাতির বিভিন্ন গাছের বীজ দিয়ে গোল করে রোদে শুকাতে দেওয়া হচ্ছে। এগুলি শুকিয়ে গেলে সেগুলো বিভিন্ন পতিত জায়গা যেখানে গাছপালা সংখ্যা খুব কম এবং বৃক্ষরোপণ করাটা মুশকিল সেই সমস্ত স্থানে ছড়ানো হবে। এ বছর ১ লক্ষ সিড বল তৈরির এবং ছড়ানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই সবটার মূলে রয়েছে বিবেক বৃক্ষ নামে একটি নন প্রফিট স্বেচ্ছাসেবী সংস্থা আর এই স্বেচ্ছাসেবী সংস্থারই বিনে পয়সার নার্সারি হলো মিশন গ্রিন ইউনিভার্স।
বিবেকবৃক্ষ স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান কার্যনিবাহী সম্পাদক অর্ধেন্দু বিশ্বাস এই প্রসঙ্গে বলেন যে, “যে সমস্ত এলাকায় গাছের সংখ্যা কম এবং বৃক্ষরোপণের সুযোগ তেমন নেই,পতিত জায়গা, ফাঁকা রাস্তার পাশে ছড়ানো হবে এই সিড বল এবং যাদের প্রয়োজন তাদেরও দেওয়া হবে।”