eaibanglai
Homeএই বাংলায়উস্তাদ রশিদ খাঁ-র স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও সঙ্গীতানুষ্ঠান

উস্তাদ রশিদ খাঁ-র স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও সঙ্গীতানুষ্ঠান

সংবাদদাতা, দুর্গাপুর:- ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সম্প্রতি প্রয়াত উস্তাদ রশিদ খানকে গানে গানে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিভিন্ন বয়সী ১২ জন শিল্পী – ১৬ই মার্চ,২০২৪ সন্ধ্যায় দুর্গাপুর চিলড্রেনস্ একাডেমি অফ কালচারের সভাগৃহে “সঙ্গীতম” আয়োজিত অনুষ্ঠানে।নির্দিষ্ট সময়ের প্রায় এক ঘন্টা দেরিতে শুরু হওয়া অনুষ্ঠানে প্রয়াত ওস্তাদকে স্মরণ করে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনে অংশ নিলেন ‘সঙ্গীতম’ এর কর্ণধার তথা অধ্যক্ষ বিমল মিত্র, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা চিলড্রেনস্ একাডেমির প্রতিষ্ঠাতা জীবনবিহারী রায়, সংগীতশিল্পী ও সংস্কৃতির পৃষ্ঠপোষক পঙ্কজ শ্রীবাস্তব ও অন্যান্যরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিমল মিত্র, মধুমিতা মিত্র, তুলিকা ভৌমিক, শ্রীলেখা উপাধ্যায়,পঙ্কজ শ্রীবাস্তব, দীনবন্ধু বালিয়াল, বিশ্বায়ন রায় প্রমুখ শিল্পীবৃন্দ।এঁদের পরিবেশিত গানের মধ্যে ছিল- খেয়াল, ঠুমরী, ভজন, শ্যামাসংগীত ইত্যাদি বিভিন্ন অঙ্গের গান। উস্তাদজী সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিমল মিত্র, বিপ্লব চট্টোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠান শুরু হয়েছিল সম্মেলক কণ্ঠে “মহাবিশ্বে মহাকাশে” রবীন্দ্র গানের মাধ্যমে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments