নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- রবীন্দ্রসঙ্গীতের দুই সম্রাজ্ঞী সুচিত্রা মিত্র ও কণিকা বন্দ্যোপাধ্যায় এর জন্মশতবর্ষ কে শ্রদ্ধাজ্ঞাপন করতে অনন্য মিউজিক এর উদ্যোগে আয়োজিত হল রবীন্দ্রগানের আসর,২৩ শে মার্চ সন্ধ্যায় শান্তিনিকেতন এর মোহর বীথিকা অঙ্গনের আনন্দধারায়। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রয়াত অপালা বসুর স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে আয়োজিত উল্লিখিত আসরে রবীন্দ্রগান পরিবেশন করলেন-সুমন পান্থী,দেবশ্রী বিশ্বাস,ঋতপা ভট্টাচার্য, ঋতুকণা ভৌমিক,মানিনী মুখোপাধ্যায়,অতনু রায়,শ্যামাদাস চট্টোপাধ্যায়,সংগীতা দত্ত,সায়ন্তী দত্ত,অর্পিতা দাস,মৌ মিত্র,দেবযানী বন্দ্যোপাধ্যায়,সুমনা বিশ্বাস,সুজাতা মিত্র,কাকলি মজুমদার প্রমুখ। যন্ত্রসংগীতে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে শোনান ড: শিবাজী বসু। ছিল ‘ অমলতাস ‘ নিবেদিত সম্মেলক সঙ্গীত ও।যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় ছিলেন-গৌতম চৌধুরী,সৌগত দাস এবং দিলীপ বীরবংশী। আবৃত্তি ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-শুভদীপ চক্রবর্ত্তী।






