সংবাদদাতা, বাঁকুড়াঃ- জেলার বড়জোড়া এলাকায় ১২ ই ফেব্রুয়ারি সকাল ৫ টা ২০ নাগাদ বাঁকুড়া থেকে দুর্গাপুর যাওয়ার আগে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজে ধাক্কা মারে। ট্রাকটির অর্ধেক অংশ ব্রীজের নিচের দিকে ঝুলে যায়। প্রতক্ষ দর্শীদের কাছে জানা যায় যে ড্রাইভার ঘুমিয়ে পড়ার কারণে এই বিপত্তি। তবে কোন হতা হতের খবর পাওয়া যায় নি।