eaibanglai
Homeএই বাংলায়ট্রাক চালকদের ধর্মঘটে প্রত‍্যাহার

ট্রাক চালকদের ধর্মঘটে প্রত‍্যাহার

সংবাদদাতা, আসানসোলঃ- নয়া পরিবহন আইন এখনো লাগু হয়নি। কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের কাছ থেকে আশ্বাস পেয়ে ট্রাক চালক সংগঠন গুলি তাদের ধর্মঘট প্রত‍্যাহার করে নেয় বলে খবর। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রক ট্রাক চালক সংগঠনগুলির সাথে আলোচনার মাধ‍্যমে এই আইন লাগু করবে। উল্লেখ‍্য, দেশ জুড়ে ট্রাক চালকেরা ধর্মঘটে নেমে পড়ে কেন্দ্রের সরকার নয়া পরিবহন আইন লাগু করেছে এই খবর রটে যেতেই ।

ট্রাক চালকদের বক্তব‍্য ছিল, দুর্ঘটনা কেও ইচ্ছে করে ঘটায় না। অথচ সেই ক্ষেত্রে ১০ বছর কারাবাস ও ৫-৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই বুধবার কেন্দ্রের নয়া পরিবহন আইন বাতিলের দাবিতে সকালে বাস চলোকেরা আইএনটিটিইউসির পক্ষ থেকে আসানসোলে রাজু আলু ওয়ালিয়ার নেতৃত্বে একটি মিছিল করে। পাশাপাশি আসানসোলে যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি বলে খবর।

এই বিষয়ে তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, কেন্দ্র নতুন পরিবহন আইনের নামে কালা কানুন প্রত‍্যাহার করেছে এই বিষয়ে এখনো কোনো সঠিক তথ‍্য তাদের কাছে নেই। তাই পরিবহন চালকেরা আজকেও কাজে যোগ দেয়নি। তাছাড়া ট্রাক ইউনিয়নগুলি ধর্মঘট প্রত‍্যাহার করেছে বলেও কোনো খবর আসেনি। তাই তারা কালা কানুনের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও পরিবহন মন্ত্রী নিতীন গড়করির কুশপুতুল দাহ করছেন। আসলে বিজেপি শুধু দেশ জুড়ে অশান্তির বাতাবরণ তৈরী করে রাখছে । পরিবহন চালকদের ধর্মঘটে যোগানের অভাবে নিত‍্য প্রয়োজনীয় জিনিষ থেকে কাঁচা শাক সব্জি মাছ মাংস ডিমের দাম উর্দ্ধমুখি হচ্ছে। পাশাপাশি নিত‍্যদিনের যাত্রীরাও দুর্ভোগে পড়ছেন।এদিন হটাৎ এই বাস বন্ধে দুরভোগে পড়েছে বাস যাত্রীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments