eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে শুরু দুদিনের জেলা শ্রমিক মেলা ২০২৪

আসানসোলে শুরু দুদিনের জেলা শ্রমিক মেলা ২০২৪

সংবাদদাতা, আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শীতলা মাঠে রবিবার থেকে শুরু হলো দুদিনের পশ্চিম বর্ধমান জেলা শ্রমিক মেলা ২০২৪ । এদিন এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে দুদিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন স্থানীয় রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জামুদিয়ার বিধায়ক হরেরাম সিং, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, আসানসোল পুরনিগমের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক ও চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। এছাড়াও ছিলেন ঋতব্রত বন্দোপাধ্যায়, দুর্গাপুর পুরনিগমে প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, তীর্থ শঙ্কর সেনগুপ্ত, অতিরিক্ত শ্রম কমিশনার প্রমুখ। অনুষ্ঠানে, মন্ত্রী অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পের তথ্য নিজের বক্তব্যে তুলে ধরেন। এই মেলায় ২৭৮ জন শ্রমিক ও তাদের নির্ভরশীলদের জন্য ৪৪.৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments