সোমনাথ মুখার্জী, অন্ডালঃ- বৃহস্পতিবার এগারোটা নাগাদ বহুলা পঞ্চায়েতের পড়াশকোলের পদ্মাবতী থান মোড়ের কাছে বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে ডাম্পারের ধাক্কা লাগে স্কুল বাসের। ঘটনায় বাইক আরোহী স্নেহাশিস সিংহা ও স্কুলবাসের চালক ভোলা পাশয়ান আহত হন। আহত দুইজনের বাড়ি খান্দরা পঞ্চায়েতের সিদুলি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান বেলা সাড়ে এগারোটা নাগাদ বাঁকোলার এজি চার্চ স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে ফিরছিল কাজোড়া এরিয়ার স্কুল বাস টি। সেই সময় স্কুল বাসের কাছাকাছি চলে আসে স্নেহাশিস সিনহা নামে এক বাইক আরোহী। তাঁকে বাঁচাতে গিয়ে উল্টো দিক দিয়ে আসা ডাম্পারের সাথে মুখোমুখি ধাক্কা লাগে স্কুল বাসটির। প্রত্যক্ষদর্শীরা বাসের চালককে গেট খুলে উদ্ধার করেন। ঘটনায় বাসের চালক ও বাইক আরোহী দুজনই আহত হন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। তবে ছাত্রছাত্রীরা সকলেই সুরক্ষিত বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্কুল পড়ুয়াদের অভিভাবকরাও। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর।