eaibanglai
Homeএই বাংলায়পারসোনাল ইউজার আইডি ব্যবহার করে ই -টিকিট বানানোর দায়ে দুই জনকে গ্রেফতার...

পারসোনাল ইউজার আইডি ব্যবহার করে ই -টিকিট বানানোর দায়ে দুই জনকে গ্রেফতার করল বাঁকুড়া রেলওয় প্রটেকশন ফোর্স

সংবাদদাতা, বাঁকুড়াঃ- গতকাল রাতে বাঁকুড়া দোলতলা থেকে সৌরভ কর্মকার ও সুজয় পামানিক কে গ্রেপ্তার করে আর পিএফ। সৌরভ কর্মকারের বাঁকুড়া দোলতলা মোড়ে একটি রেলওয়ে টিকিট বানানোর দোকান রয়েছে। সুজয় পামানিক ঐ দোকানের কর্মচারী। সৌরভের নামে রেলওয়ে সংস্থা আইআরসিটিসি টিকিট কাটার লাইসেন্স আছে। গত কয়েকদিন সৌরভ বাবু দোকানে ছিলেন না। তিনি একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগেই তার দোকানের কর্মচারী সুজয় পার্সোনাল ইউজার আইডি ব্যবহার করে বেশি টাকা রোজগার করার জন্য চারটি টিকিট কাটেন বলে অভিযোগ। গতকাল আরপিএফ জওয়ানরা দোলতলার দোকান থেকেই তাদের দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি সিপিইউ, একটি মনিটর, একটি এনরয়েড মোবাইল হ্যান্ডসেট, চারটি টিকিট ও ৩৪৩৬ টাকা বাজেয়াপ্ত করেছে। আজ তাদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments