সংবাদদাতা, দুর্গাপুর:- স্কুলে কোন ফ্যান ছিল না। ফলে গ্রীষ্মের ভ্যাপসা গরমে নাজেহাল হত পড়ুুয়ারা। অবশেষে গরমের হাত থেকে স্বস্তি পেল মানকর উত্তর রাইপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজীব খানের হাত ধরে স্কুলে পেল চারটি সিলিং ফ্যান ও একটি স্ট্যান্ড ফ্যান। বৃহঃস্পতিবার এক বেসরকারী সিমেন্ট সংস্থার সহায়তায় ওই স্কুলে ফ্যানগুলির ব্যাবস্থা করেন পঞ্চায়েত সদস্য রাজীব খান। স্কুলে ফ্যান লাগানোয় খুশী খুদে পড়ুয়ারা। একই সঙ্গে মড়ো প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটারের ব্যাবস্থা করেন ওই পঞ্চায়েত সদস্য। এদিন রাজীব খান বলেন,” মাড়ো স্কুলের পড়ুয়াদের আবদার ও শিক্ষকদের দীর্ঘদিন ধরে আবেদন ছিল কম্পিউটারের। একই সঙ্গে মানকর উত্তর রাইপুর প্রাথমিক স্কুলে গরমে খুবই সমস্যা হত পড়ুয়াদের। সেই মত পানাগড় শিল্পতালুকের একটি বেসরকারী সিমেন্ট সংস্থার কাছে আবেদন তুলে ধরি। এবং ওই সংস্থা আবেদনে সাড়া দিয়ে এদিন কম্পিউটার ও ফ্যানের ব্যাবস্থা করেন। ওই সিমেন্ট সংস্থার কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে পড়ুয়াদের জন্য কম্পিউটার ও ফ্যানের ব্যাবস্থা করতে পেরে গর্বিত।”