নিজস্ব সংবাদদাতা, বর্ধমান:- রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুই মহিলার। মেমারী থানার দেবীপুর এলাকার বাসিন্দা সুখী মুর্মু (৬২) গত ২৯ জানুয়ারি দুপুরে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রবিবার ভোররাতে তিনি মারা যান। অন্যদিকে, শনিবার সকালে অগ্নিদগ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সোমা দাস (২৪)। তার বাড়ি হুগলীর গোঘাট থানার ফুলুই এলাকায়। ভর্তির কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। তিনিও রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন।