eaibanglai
Homeএই বাংলায়সাড়ম্বরে পালিত উখড়া গ্রামের দে পরিবারের জগদ্ধাত্রী পুজো

সাড়ম্বরে পালিত উখড়া গ্রামের দে পরিবারের জগদ্ধাত্রী পুজো

সংবাদদাতা,অন্ডালঃ- শিল্পাঞ্চলের জগদ্ধাত্রী পুজো গুলির মধ্য অন্য়তম প্রচীন ও ঐতিহ্যবাহী পুজো হল উখড়া গ্রামের দে পরিবারের জগদ্ধাত্রী পুজো। স্বপ্নাদেশে এই পুজোর শুরু হয়েছিল। এবছর ছিল ৫৩ তম বর্ষ। ১৯৭৩ সালে শিল্পপতি বলরাম দে পারিবারিক এই পুজোর প্রচলন করেছিলেন।

দে পরিবার সূত্রে জানা যায় পূর্ব পুরুষ বলরাম দে স্বয়ং মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। তারপরই মায়ের আরাধনা শুরু করেন তিনি। প্রথমে মায়ের পুজো শুরু হয়েছিল প্রতিকৃতিতে। পরে ১৯৭৮ সালে স্থায়ী মন্দির নির্মাণ করে মাটির প্রতিমায় পুজোর প্রচলন হয়। তবে দে পরিবারের মায়ের প্রতিমায় রয়েছে বৈচিত্র। যা তথাকথিত অন্য প্রতিমার চেয়ে অকটু অন্যরকম। এখানে মায়ের সঙ্গী জয়া বিজয়ার পরিবর্তে থাকে দুই সুদৃশ্য পরী।

দে পরিবারের জগদ্ধাত্রী পুজো হয় দুদিনের। বৃহস্পতিবার নবমী তিথিতে একসাথে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি হয় কুমারী পুজো। শুক্রবার দশমীর পুজো শেষে হবে প্রতিমা নিরঞ্জন । পুজোর সমস্ত দায়িত্ব সামলান পরিবারের মহিলারাই।

পুজো উপলক্ষ্যে এই কদিন পাড়া প্রতিবেশী আত্মীপরিজনদের সঙ্গে মায়ের আরাধনায় মেতে ওঠেন দে পরিবারের সদস্য়রা। পুজোর কদিন দুপুর ও রাতে থাকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা। এছাড়াও পুজো উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments