সন্তোষ কুমার মণ্ডল,পাণ্ডবেশ্বরঃ– বড়দিনের সকালে উখরা রোটারি ক্লাব ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত হল উখড়া পাণ্ডবেশ্বর ম্যারাথন । মশাল জ্বেলে ম্যারাথনের সূচনা করেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা। এই বছর ম্যারাথনের থিম ছিল “পরিবেশ সচেতনতা” ।
উদ্যোক্তারা জানান, এদিনের ম্যারাথনে যোগ দিয়েছিলেন এক হাজারেরও বেশি প্রতিযোগী । যার মধ্যে রাজ্য ছাড়াও ছিলেন বিদেশী প্রতিযোগীরাও। চার কিলোমিটার ম্যারথন শুরু হয় বাঙ্কোলা রেল গেট থেকে, বাজপাই মোড়, উখড়া গ্রাম, আনন্দ মোড় হয়ে আবার বাঙ্কোলা রেলগেটে গিয়ে শেষ হয় দৌড়।
এবারের ম্যারাথনে পুরুষ বিভাগে প্রথম হয় পুরুলিয়ার অনুপম মাহাতো ও দ্বিতীয চন্দন রাজভর । মহিলা বিভাগে প্রথম হন কেনিয়ার আইদিয়া ও দ্বিতীয় হন অদিতি রজক। সকল প্রতিযোগীদের সার্টিফিকেট ছাড়াও দেওয়া হয় আর্থিক পুরস্কার । অন্যদিকে উদ্যোক্তাদের তরফে আগামী বছরের ম্যারাথনের জন্য এবছরের থেকে দ্বিগুণ পুরস্কার ঘোষণা করা হয়।
এদিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “গ্লোবাল ওয়ার্মিংয় নিয়ে সাধারণের মধ্যে সচেতনতা বার্তা দিয়ে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছিল।”

















