সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- স্বাস্থ্যকেন্দ্র, যেখান মানুষ চিকিৎসা করে স্বাস্থ্য উদ্ধারের জন্য যায় সেই স্বাস্থ্য কেন্দ্রেই এখন অস্বাস্থ্যকর পরিবেশ। কথা হচ্ছে আসানসোলের সালানপুর ব্লকের অন্তর্গত পিঠাকেয়ারি গ্রামীন হাসপাতালের। বর্ষায় স্বাস্থ্য়কেন্দ্র চত্বরটি ভরে গেছে বিষাক্ত বিপজ্জনক পার্থেনিয়াম গাছে । এই পার্থেনিয়াম শুধু বিষাক্তই নয়, এই গাছ থেকে স্কিন অ্যালার্জি, হাঁপানি,ব্রঙ্কিয়াল সহ নানা রোগ ছড়ায়। অভিযোগ এই বিষয়টি নিয়ে কোনো হুঁশই নেই কর্তৃপক্ষের।
প্রসঙ্গত এই পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্র বা গ্রামীণ হাসপাতালটি সালানপুর ব্লকের ১১টি পঞ্চায়েতের একমাত্র সরকারি হাসপাতাল। প্রতিদিন শত শত রোগী ও তাদের পরিবার এই হাসপাতালে পৌঁছান চিকিৎসার জন্য।কিন্তু হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির যথাযথ ব্যবস্থা নেই। এবিষয়ে সালানপুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রানু রায় জানান তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যাতে হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন রাখা যায়। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল জানান, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার দায়িত্ব হাসপাতালের বি.এম.ও.এইচ এর, তাই এই বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না।
ব্লকের একমাত্র হাসপাতাল যেখানে দূরদূরান্ত থেকে রোগীরা চিকিৎসার জন্য আসেন, সেখানের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য এবার কি উল্টে রোগের শিকার হতে হবে? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে হাসপাতালে আসা রোগী ও তাদের পরিবারের লোকজনের।