নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- ভোর রাত্রে দুই নম্বর জাতীয় সড়ক ধরে ভারতীয় ডাক বিভাগের অচল হওয়া এক বিমানের মূল অংশ নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতা থেকে বিহারের উদ্দেশ্যে। পথে হঠাৎই আটকে গেল সেটি মেন গেট সংলগ্ন ওভারব্রিজের নিচ দিয়ে পার হতে গিয়ে। আটকে সেই বিমানের অংশটি রাস্তাজুড়ে সৃষ্টি হয় যানজট । ভারতীয় ডাক বিভাগের অচল হওয়া বিমান বিক্রি করে দেওয়া হয়েছিল এক সংস্থাকে। সেই সংস্থা এই বিমানটিকে নিয়ে বিহারের উদ্দেশ্যে একটি ৩২ চাকার ট্রাকে চাপিয়ে রওনা দেয় ।
সবই ছিল ঠিকঠাক কিন্তু হঠাৎই ভোররাত্রে সেটি আটকে যায় ডিএসপি মেন গেট সংলগ্ন ওভারব্রিজের নিচে । শুরু হয় যানজট। বেশ কয়েক বছর আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ থেকে নির্মাণ করা হয় এই ওভারব্রিজ টি । বহুবার বলা সত্ত্বেও জাতীয় সড়কের ওপর এভাবে বেআইনি ওভার ব্রিজ করা নিয়ে সরব ছিল এলাকাবাসীরা । কিন্তু তাও সরকার কোনো পদক্ষেপ নেয়নি এই ওভারব্রিজ উঁচু করার বা তার তলা দিয়ে পার হওয়ার অসুবিধার কাজে । ঘটনাস্থলে দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারের পক্ষ থেকে পুলিশ আধিকারিক পৌঁছান মেন গেটে ঘটনাস্থলে । শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত আটকে রয়েছে ওই বিমানের অংশ ওভারব্রিজের নিচে তা দেখতে ভিড় জমিয়েছেন আট থেকে আশি সকল স্তরের মানুষ।