এই বাংলায় ওয়েব ডেস্কঃ– প্রতি ১২ বছর অন্তর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা আয়োজন হয়। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। তার আগে কুম্ভ মেলা অঞ্চলকে নতুন জেলা হিসাবে ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। রবিবার প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্রকুমার মন্দড় এক নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছেন। সরকারি নির্দেশিকা অনুসারে নতুন জেলার নাম হবে মহাকুম্ভ মেলা। প্রয়াগরাজের চারটি মহকুমার ৬৭টি গ্রাম নিয়ে এই জেলা গঠিত হয়েছে। মহাকুম্ভ মেলা জেলা গঠনের পর উত্তরপ্রদেশে জেলার সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৭৬ টি।
নির্দেশিকা অনুসারে, নতুন জেলায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং নির্বাহী আধিকারিক (এগ্জিকিউটিভ ম্যাজিস্ট্রেট) হিসাবে দায়িত্ব সামলাবেন মেলা আধিকারিকরা।
সুষ্ঠুভাবে ২০২৫ সালের কুম্ভ মেলা আয়োজনের জন্য মেলা অঞ্চলকে নিয়ে এই নতুন জেলা গঠন করা হচ্ছে বলে সরকারি নির্দেশিকায় দাবি করা হয়েছে। তবে এটি একটি স্থায়ী জেলা, না কি শুধু কুম্ভ মেলা আয়োজনের জন্য সাময়িক প্রশাসনিক বন্দোবস্ত, তা নিয়ে সরকারি নির্দেশিকায় কিছু উল্লেখ করা হয়নি। তবে সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, এটি একটি অস্থায়ী বন্দোবস্ত।