eaibanglai
Homeএই বাংলায়বর্ষীয়ান সিপিএম নেতা প্রাক্তন পুর চেয়ারম্যান অশোক সামন্ত প্রয়াত

বর্ষীয়ান সিপিএম নেতা প্রাক্তন পুর চেয়ারম্যান অশোক সামন্ত প্রয়াত

সংবাদদাতা, আসানসোল:- বর্ষীয়ান সিপিএম নেতা তথা আসানসোল পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান অশোক সামন্ত প্রয়াত হলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। আসানসোলের বার্ণপুর রোডের কোর্ট মোড এলাকা সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালে তিনি মারা যান। এই সিপিএম নেতা দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় অসুস্থ ছিলেন। সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঐ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। খবর পাওয়া মাত্রই সিপিএমের নেতারা হাসপাতালে পৌঁছান। পরে পুলিশ তার মৃতদেহর রাম গুলাম সিং রোডে তার পৈতৃক বাড়িতে পূর্ণ সম্মানের সাথে নিয়ে আসে।

তার বাড়িতে এসে প্রাক্তন মন্ত্রী সাংসদ বংশগোপাল চৌধুরী, গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায় , সত্যজিৎ চট্টোপাধ্যায় তুফান মন্ডল, জয়দেব চক্রবর্তী, সুদীপ ভট্টাচার্য, তাপস মুখোপাধ্যায়, হেমন্ত সরকার ও অরুণ পান্ডের মতো সিপিএম ও বামপন্থী নেতারা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রসঙ্গতঃ, ১৯৮০ সাল থেকে বামপন্থী শ্রমিক সংগঠনের সাথেও যুক্ত ছিলেন। তার বেশ কয়েক বছর পরে প্রয়াত গৌতম রায় চৌধুরী তৎকালীন আসানসোল পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। এরপর কয়েকদিন তিনি আসানসোল পুরসভার চেয়ারম্যান ছিলেন। এরপর যখন আসানসোল পুরসভা আসানসোল পুরনিগম হলে, তিনি প্রথম চেয়ারম্যান হন। তিনি আসানসোল পুর এলাকায় মানুষকে বিদ্যুৎ, জল এবং রাস্তার মতো মৌলিক পুর সুবিধা প্রদানের জন্য কঠোর পরিশ্রম করেন। আসানসোল পুর এলাকার মানুষদের জীবনযাত্রার মানোন্নয়নে তার একটা বড় ভূমিকা ছিলো। সিপিএমের নেতারা বলেন, অশোক সামন্ত একজন সংগ্রামী নেতা ছিলেন। যিনি জনগণের নাড়ি জানতেন এবং সর্বদা মাটির সঙ্গে থেকে রাজনীতি করেছেন। এমন একটা সময়ে অশোক সামন্তের চলে যাওয়া বামপন্থী রাজনীতির জন্য একটি বড় ক্ষতি।

তার মৃত্যুতে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তথা রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু, তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি, বিজেপির রাজ্য কমিটির সদস্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, দক্ষিণবঙ্গের বনিকসভা ফসবেকির সাধারণ সম্পাদক শচীন রায়, আসানসোল ক্রেডাইয়ের বিনোদ গুপ্ত সহ অনেকেই শোক প্রকাশ করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments