সংবাদদাতা, বাঁকুড়াঃ- বৃহস্পতিবার সকাল থেকে বাঁকুড়া উত্তর বনবিভাগের শহরের মাচানতলা কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে সামিল হলেন গঙ্গাজলঘাটি, বড়জোড়া, বেলিয়াতোড় এলাকার অসংখ্য মানুষ। এদিন তারা হাতি সমস্যার স্থায়ী সমাধানে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে অফস্থান বিক্ষোভে সামিল হন।আন্দোলনকারীদের সাত দফা দাবীর মধ্যে, হাতি সমস্যা সমাধানে ময়ুর ঝর্ণা প্রকল্পের কাজ দ্রুত শেষ করা, দলছুট হাতিদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া, পূর্ব ঘোষণা মতো হাতির আক্রমণে মৃতদের সরকারী চাকরী, আক্রান্তদের পেনশান চালু, ফসলের ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্ত বাড়ির পূনঃনির্মাণ ও সেই ক্ষতিপূরণ ১৫ দিনের মধ্যে দেওয়ার দাবী জানানো হয়েছে। বনদপ্তর তাদের দাবী পূরণ না করা পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ জানিয়েছেন।