সংবাদদাতা, বাঁকুড়া :-
বাঁকুড়া শহরের সবথেকে ব্যস্ততম রাস্তা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের। যেখানে শত শত রোগী বিভিন্ন জেলা থেকে এসে ভিড় জমায় এই হাসপাতালে। এই ব্যস্ততম রাস্তায় যানবাহনের ভিড় ও কম নয়। সেই ব্যস্ততম রাস্তার উপর নিয়ম নীতির তোয়াক্কা না করে অবাধে চলে টোটো চালক দের দৌরাত্ম্য। ফলে একদিকে যেমন সাধারণ মানুষদের অসুবিধার মুখে পড়তে হয় অপরদিকে বিভিন্ন এম্বুলেন্স টোটোর দৌরাত্ম্যের কারনে রাস্তার মাঝে আটকে পড়ে। ফলে অসুবিধার সম্মুখীন হতে হয় রোগী থেকে তাদের আত্মীয়-স্বজনদের। এই অভিযোগ বেশ কয়েকদিন ধরেই আসছিল বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের কাছে। আজ হঠাৎ সদর ট্রাফিক পুলিশ যানজট কাটাতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সামনে টোটো ধরার অভিযান শুরু করে। আটক করা হয় বেশ কিছু টোটো। টোটো ধরার পরেই চক্ষু চড়কগাছ হয় ট্রাফিক পুলিশদের। কখনো দেখা যাচ্ছে সেই টোটোর কোন পারমিট নেই আবার কখনো বিনা লাইসেন্সে চালাচ্ছে বিভিন্ন টোটো চালকরা। নির্দিষ্ট পরিমাণে ফাইন করা হবে বলে জানা যায় পুলিশ সূত্রে। তবে এই টোটো দৌরাত্ম কি আদৌ কমবে এবং যেসব টোটো অবৈধ ভাবে রাস্তায় পারাপার করছে সেইসব টোটো গুলিকে কি ব্যবস্থা নেবে প্রশাসন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।