সংবাদদাতা, দুর্গাপুর- পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা জুড়ে উন্নয়নের উৎসবে ২২শে জানুয়ারি ২০২৪, হাজির ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বর্ধমান সদরের এক প্রশাসনিক বৈঠকে। এদিন দুপুর ১ টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের গোদা বালির মাঠে প্রশাসনিক বৈঠক করেন। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিকে নিয়ে এদিনের এই প্রশাসনিক বৈঠক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস ও ভার্চুয়াল উদ্বোধন করেন। পশ্চিম বর্ধমান জেলাতে একগুচ্ছে প্রকল্প শিলান্যাস ও ভার্চুয়াল উদ্বোধন করেন। এদিন মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের ওই প্রশাসনিক বৈঠক থেকে দুর্গাপুর শিল্পাঞ্চলেও বড় বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও শিলান্যাস করেন। এদিন মাননীয় মুখ্যমন্ত্রী শিল্পাঞ্চলের অনেকগুলি রাস্তার নামকরণ করেন ও বেশ কয়েকটি সামাজিক প্রকল্পের শিলান্যাস করেন ।
শিল্পাঞ্চল দুর্গাপুর এই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থেকে সব থেকে যে বড় প্রাপ্তি ঘটেছে তা হল দুর্গাপুরে নবনির্মিত মহকুমা শাসকের কার্যালয়। দুর্গাপুর মহকুমা শাসকের সমস্ত দপ্তরটি থাকবে এই ভবনটিতে । দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টার থেকে ডিভিসি মোড় যাওয়ার রাস্তার ওপরে ঝা চকচকে এই চার তলা ভবনটি নির্মান হয়ে । গত কয়েক বছর ধরে উদ্বোধনের অপেক্ষায় ছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শিল্পাঞ্চলের মানুষদের কাজের সুবিধার্থে দুর্গাপুর মহাকুমা শাসক কার্যালয় ভবনটি বুধবার দুপুর ১ টায় বর্ধমানের প্রশাসনিক বৈঠক থেকে শিলান্যাস ও ভার্চুয়াল উদ্বোধন করেন। খুব শিগ্রই দুর্গাপুর সিটি সেন্টার কোট বিল্ডিং এ থাকা, দূর্গাপুর মহকুমা শাসকের কার্যালয় বদলি হয়ে নতুন ভবনে আসার অপেক্ষায়। দুর্গাপুর শিল্পাঞ্চলের সকল বাসিন্দা মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।