সঙ্গীতা চ্যাটার্জী,তারকেশ্বর:-বর্তমানে চূড়ান্ত দাবদাহ চলছে। তাপ প্রবাহের জেরে জেরবার হয়ে পড়ছেন মানুষ থেকে পশু, পাখি সবাই। অসহ্য গরমের এই ভয়ঙ্কর উত্তাপ দেখে মনে হচ্ছে প্রকৃতি দেবী যেন রুষ্ট হয়ে আছেন,একটু বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন সকলে আর এই পরিস্থিতি তে প্রকৃতি দেবীকে তুষ্ট করে একটু বৃষ্টির আশায় বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হলো হুগলির হরিপাল বিধানসভার শ্রীপতিপুর গ্রামের সবুজ কালী মায়ের মন্দিরে। ২৩ শে এপ্রিল, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই হোম যজ্ঞ, যজ্ঞ করেন পণ্ডিত শিবানন্দ পুরী জী,উপস্থিত ছিলেন বেশ কিছু ভক্ত বৃন্দ ও সাধারণ মানুষ।
সবুজকালী মায়ের মন্দিরের পক্ষ থেকে এই বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজক দেবজ্যোতি অধিকারী বলেন,“আমরা সনাতনী,আমরা ঈশ্বরের উপর নির্ভরশীল।যে কোনো পরিস্থিতিতে আমরা সকলেই দেবতাকে মনে মনে ডাকি,তাই এই প্রখর দাবদাহ তাপপ্রবাহের ভয়ঙ্কর পরিস্থিতি,গত আগস্ট মাসে আমরা ৫০০ চারা গাছ ও বিতরণ করেছিলাম,কিন্তু এখন খুবই দরকার বৃষ্টির তাই আমাদের মনে হয়েছে গাছ বসানোর সাথে সাথে আমাদের সনাতনী মতে পূজার ও প্রয়োজন তাই আজকের আমাদের এই আয়োজন।এখন শুধু ঈশ্বরের কাছে আমাদের এটাই চাওয়া শান্তি দাও,সকল জীব যেন সুস্থ থাকে।”