eaibanglai
Homeএই বাংলায়র‍্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত বিশ্বভারতীর ৩ ছাত্র

র‍্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত বিশ্বভারতীর ৩ ছাত্র

সংবাদদাতা,শান্তিনিকেতনঃ– যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অস্বাভিব মৃত্যুতে যখন র‍্যাগিংয়ের অভিযোগে তোলপার রাজ্য থেকে দেশ তখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ র‍্যাগিংয়ের অভিযোগে ৩ ছাত্রকে বহিষ্কার করল।

বিশ্বভারতীর ইউরোপিয়ান স্টাডিজ বিভাগের তিন ছাত্র- শুভজ্যোতি সরকার, অঙ্কিত কুমার ও মনীশ কুমারের বিরুদ্ধে এই র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে । এদের মধ্যে দুজন পূর্বপল্লী সিনিয়র বয়েজ হোস্টেলে ও একজন নিচু বাংলো ছাত্রাবাসে থাকতেন। জানা গেছে বিশ্বভারতী হিন্দি বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে একমাস ধরে র‍্যাগিং করা হচ্ছিল। এই মর্মে দ্বিতীয় বর্ষের তিন ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে ইমেল মারফত অভিযোগ করেন নির্যাতিত ছাত্র। অভিযোগ পেয়েই বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। অন্যদিকে অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। উপাচার্য নিজেই দুটি ছাত্রাবাসে যান এবং অভিযুক্ত তিন ছাত্রকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করেন। এরপর মঙ্গলবার দিনভর নির্যাতিত ছাত্রসহ অভিযুক্ত তিন ছাত্রকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন বিশ্বভারতী অ্যান্টি র‍্যাগিং দলের প্রতিনিধিরা। অভিযুক্ত তিন ছাত্রকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়।

যদিও এই পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে চাইনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকি এই বিষয়ে শান্তিনিকেতন থানাতেও কোন অভিযোগ দায়ের করা হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments