সংবাদদাতা, বাঁকুড়াঃ- নিকাশী সমস্যার স্থায়ী সমাধান, রাস্তা ও জঞ্জাল নিয়মিত পরিস্কারের দাবীতে আসন্ন পৌর ভোট ‘বয়কটে’র ডাক দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সাক্ষীগোপাল পাড়ার বাসিন্দারা। তৃণমূল পরিচালিত পৌরবোর্ড এই কাজে উদাসীন, তাই বাধ্য হয়েই ভোট বয়কটের ডাক দিতে হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা দাবী করেছেন।সাক্ষী গোপাল এলাকার মানুষের এই সিদ্ধান্তে বেজায় অস্বস্তিতে শাসক শিবির। আর এই সুযোগটাকে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে এই মুহূর্তে অন্যতম বিরোধী বিজেপি। স্থানীয় বাসিন্দা সন্তোষী কর, তরুন কান্তি চৌধুরী রা বলেন, আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত আমরা কেউ ভোট দিতে বুথমুখী হবো না। এই খবর পেয়ে এদিন ঐ এলাকায় যান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এলাকাবাসীর দাবীকে তিনি সমর্থণ জানিয়েছেন। তার সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে এই কাজে ২০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে পৌরপ্রধান শ্যামাপ্রসাদ মুখার্জীর বিষয়টি জানা ছিলনা জানিয়ে বলেন, ঐ এলাকার মানুষের সঙ্গে এবিষয়ে আলোচনায় বসা হবে।